বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জুলাই - আগস্ট ছাত্র-জনতা অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে। কোন ভাবেই সেই চেতনা কে হারিয়ে যেতে দেওয়া যাবে না। হাজার-হাজার ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে ধারণ করে জীবন দিয়েছে, হাত-পা-চোখ হারিয়েছে আমরা তাদের ত্যাগ কে ব্যর্থ হতে দিবো না। বাংলাদেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে মোকাবেলা করতে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, আমাদের কে যার যার অবস্থান থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। দেশের এক ইঞ্চি জমিও আমরা কাউকে ছিনিয়ে নিতে দিব না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও শহর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার জেলা জামায়াত আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মু. শাকিলসহ অন্যান্য জেলা ও শহর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক মুজিব আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের মানুষের সত্যিকারের ভাগ্য পরিবর্তনে জামায়াতের কর্মসূচি দেশবাসীর কাছে সমাদৃত হয়েছে। ৫ আগস্ট পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জামায়াতের ভূমিকা রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে। আমরা দেশ ও দেশের মানুষের জন্য আরো ইতিবাচক ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিআরইউ