অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৬:১৩ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ মো. আবু নাসির লাঞ্ছিত হন এবং জীবননাশের হুমকির মুখে পড়েন।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কয়েকশ’ মানুষ রাস্তায় নেমে অবস্থান নেয় এবং মুন্সিগঞ্জের মদনবাবুর মোড়ে সড়ক অবরোধ করে।

অধ্যক্ষ মো. আবু নাসির জানান, সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সদ্য গঠিত এডহক কমিটির সঙ্গে মিটিং চলাকালীন জেহালা গ্রামের সরাজ, এনায়েত উল্লা, রতন, রনি এবং আরও ১৫-২০ জন মিলে তার ওপর হামলা চালায়। তাদের মনোনীত ব্যক্তিদের কমিটির সদস্য না করায় তারা ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে তাকে লাঞ্ছিত করে এবং কলেজ থেকে বের করে দেয়। পাশাপাশি কলেজে আর না আসার হুমকি দেয়।

অধ্যক্ষ আরও বলেন, ‘আমি বর্তমানে জীবনের ঝুঁকির মধ্যে আছি এবং কলেজে যাওয়ার বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অধ্যক্ষের লাঞ্ছনার ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের অবস্থান এবং সড়ক অবরোধের ফলে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

প্রতিবাদকারীরা বলেন, ‘আমরা কোনোভাবেই আমাদের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনা মেনে নেব না। দোষীদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ বিক্ষোভ এর সময় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিআরইউ