গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১নং ওয়ার্ডে নৈবাড়ি উত্তম মেষপালক গির্জায় নানা আয়োজনে বড়দিন উদযাপন করেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
কর্মসূচিতে ছিল বিশেষ প্রার্থনা, কেক কাটা ও যুব কীর্তন।
বুধবার সকাল ৯টায় মেষপালক গির্জার পাল পুরোহিত কুঞ্জন কুইয়ার পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান উপস্থিত থেকে কেক কাটেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- ডিসি জিএমপি অপরাধ (দক্ষিণ) এন এম নাসির হোসেন, এসি গাছা ফাহিম আসজাদ, এডিসি অপরাধ দক্ষিণ হাফিজুল ইসলাম, পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম ও স্থানীয় পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন লিংকন।
আরও উপস্থিত ছিলেন- গির্জার ভাইস প্রেসিডেন্ট ও দ্যা মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ সোসাইটির পরিচালক সুজয় পিউরিফিকেশন, গির্জার সাধারণ সম্পাদক রঞ্জিত পালমা, মারিয়া সংঘের সভাপতি মালঞ্চ পালমা, খ্রিষ্টান যুবসংঘের সভাপতি প্লাসিড, রঞ্জন পালমা প্রমুখ।
ইএইচ