শ্রীপুরে বিএনপির প্রস্তুতিমূলক সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৩:২৯ পিএম

মাগুরার শ্রীপুরে আগামী ২৯ ডিসেম্বর জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মো. রবিউল ইসলাম নয়নের মাগুরায় আগমন উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় শ্রীপুর ব্রিজ সংলগ্ন জনতা ব্যাংকের সামনে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহুরুল হক মিলন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান টোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ফারুক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্যা প্রমুখ।

ইএইচ