মির্জাপুরে নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৩:৩৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে মেয়াদত্তীর্ণ, নিষিদ্ধ ও অবৈধ কসমেটিকস বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মির্জাপুর পৌর সদরের সোলান কসমেটিকস এন্ড বেকারি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা ও ফ্যামিলি ফেয়ার শপ নামক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম।

এছাড়া অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার উফুলকী ও পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়া যায়নি।

অভিযানকালে, বিএসটিআই গাজীপুর এরিয়া জোনের পরিদর্শক রাকিব হাসান, উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম আরিফুল ইসলাম জানান, নিষিদ্ধ কসমেটিকস রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি স্থানে মাটি কাটা বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। যার কারণে কোনো ব্যক্তিকে জেল-জরিমানা করা সম্ভব হয়নি। অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ