শিবচরে ভ্রাম্যমাণ বই মেলায় উপচে পড়া ক্রেতার ভিড়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৫:০২ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ৪ দিন ব্যাপী বই মেলার ৩য় দিন আজ।

সোমবার  (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শিল্পকলা একাডেমির চত্বরে এ বই মেলার উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।

ড.নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক এখলাছ উদ্দিন চুন্নুর সমন্বয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মোহাম্মদ মাকসুদুর রহমান ও উপজেলার বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক, কবি সাহিত্যিকরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলায় প্রায় আট হাজার বই ২০-৩০ ভাগ ছাড়ে বিক্রয় ও প্রদর্শন করা হয়েছে। আগামী ২৭ডিসেম্বর পর্যন্ত মেলা চলে। মেলা খোলা থাকে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলায় ইউনিট ইনচার্জ দেব জ্যোতি মন্ডল বলেন, আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে এ ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন বিখ্যাত লেখকদের উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণকাহিনি, কবিতার বই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশনসহ সব ধরনের বই রয়েছে।

বিআরইউ