বগুড়ায় সাতপাড়া আদর্শ শিক্ষা নিকেতনে বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৫:০৩ পিএম

বগুড়ার শিবগঞ্জে আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলে পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কীচক ইউনিয়নের আপসন সাতপাড়া আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেন কীচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের সহকারী শিক্ষক রাকিবুল হাসান শাকিলের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মোস্তফা।

বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক জ্ঞানগর্ভ বক্তব্য দেন- প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুবি আক্তার ও সহকারী শিক্ষক রানা।

অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে স্বাগত বক্তব্য দেন- নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সহকারী শিক্ষক সাবানা আক্তার, মনসুর আলী, শরিফুল ইসলাম রানা, আফরুজা খাতুন, শাহরিয়ার কবির, মুরাদ, রাহেলা খাতুন, আয়শা সিদ্দিকা, খাদিজা খাতুন, রোখসানা খাতুন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবক মাহমুদুল হাসান, মোতাহার হোসেন, সাংবাদিক শরিফুল ইসলাম রাকিব, রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার সুধীজন।

পরে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হাতে বিতরণ করেন।

ইএইচ