সবজি চাষ করে সাড়া ফেলেছেন বিজয়নগরের জাকির মিয়া

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৭:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়া পাড়ার মো. জাকির মিয়া ৬ বিঘা জমিতে সবজি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন।

সবজি চাষ করা তার নেশা। ছোটবেলা থেকে নিজের জমিতে সবজি চাষ করতেন তিনি। ক্রমান্বয়ে তিনি জমি ইজারা নিয়ে বিশাল আকারে শুরু করেছেন সবজি চাষ। কৃষক জাকির মিয়ার ফলানো সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা তার বাগানে সবজি নিতে চলে আসেন। সবজি চাষ করেই জাকির মিয়ার ভাগ্য বদল করেছেন তিনি।

তার সবজি বাগানে টমেটো, খিরা, শসা, লাউ, কাচা মরিচ, ধনিয়া পাতা, আলু, পেয়াঁজ, ফুলকপি, বেগুনসহ নানান সবজি চাষ করেছেন তিনি।

কৃষক জাকির মিয়া বলেন, কৃষিকাজ করে আমি ভাল লাভবান হয়েছি। আমরা নিজের দেশে সবজি চাষ করলে আমাদের আর আমদানি নির্ভর হতে হবে না। নিজেদের চাষ করা সবজি দিয়েই নিজেদের চাহিদা মিটাতে পারব। এদেশে যারা বেকার যুবক রয়েছে তারা চাইলে আমার মত কৃষি কাজ করে নিজের ভাগ্য বদলাতে পারে।

বিজয়নগর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাদিউল ইসলাম জানান, জাকির মিয়া একজন উদ্যোমী কৃষক। তাকে মালচিং পদ্ধতিতে পেঁয়াজ ও বিভিন্ন সবজি চাষ করতে আমরা উদ্বুদ্ধ করি। কৃষি অফিস থেকে নগদ অর্থ, বীজ ও ট্রেনিং দিয়ে তাকে সহযোগিতা করেছি। আমরা তার সবজি বাগান নিয়মিত পরিদর্শন করে পরামর্শ দিয়ে থাকি।

ইএইচ