মৌলভীবাজারের বড়লেখার পূর্ব হাতলিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, ফলাফল প্রকাশ, আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার পূর্ব হাতলিয়া দাখিল মাদরাসা মাঠে সুপার মাওলানা মুদারিস আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- পুলিশের এডিশনাল এসপি কামরুল হাসান, বড়লেখা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল মতিন শাহবাগী, দক্ষিণ ভাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ, মাদরাসার প্রাক্তন ছাত্র নাজিম উদ্দিন, আবু তাহের রাসেল।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ইএইচ