বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর কৃষক দলের আয়োজনে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান।
প্রধান বক্তার বক্তব্য দেন- যশোর জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, পৌর বিএপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক শেখ জাকির হোসেন, সদস্য মোহাম্মাদ ফুল মিয়া।
পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যার যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক প্রভাষক মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হক মোড়ল, সহ সভাপতি আব্দুর রাজ্জাক গাজী, সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হাসান, থানা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক ইকবাল কবীর প্রমুখ।
ইএইচ