আলতাফ হোসেন চৌধুরী

আওয়ামী লীগ শিক্ষানীতিকে ধ্বংস করে দিয়ে গেছে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:৩৭ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষানীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। এমন কোনও প্রতিষ্ঠান নেই যেটা তারা ধ্বংস করেনি। দেশকে পুনর্গঠন করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কোন অবস্থাতেই বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির (একাংশ) উদ্যোগে বিগত ১৬ বছরে বিএনপির কারাবরণকারী নেতাকর্মী ও প্রয়াত নেতাকর্মীদের স্বজনদের মাঝে বন্ধুপ্রতিম রাষ্ট্র তুরস্কের প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী ও ৬টি ইউনিয়নের মসজিদের ১হাজার ৬’শ জন ইমাম- মুয়াজ্জিনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক ভিপি জাফর ইমাম শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহম্মেদ বায়েজিদ পান্না।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার ও রাইসা গ্রুপ বিডির চেয়ারম্যান মো. রেজাউল করিম, পটুয়াখালী জেলা মহিলা দল নেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন তালুকদার, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন উদ্দীন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজীসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ সহস্রাধিক নেতাকর্মী।

ইএইচ