চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর মূসা মিয়া (৬৫) নিহত হয়েছেন।
নিহত মুসা মিয়া নাচোল বাসস্ট্যান্ড এলাকার ইউনুস আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের এরফান গ্রুপের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে মুসা মিয়া মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে এরফান গ্রুপের পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী মুসা মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
ইএইচ