মধুপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৩:৩৩ পিএম

জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও উপজেলা পরিষদের সামনে   বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।

মধুপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সুপারিশ প্রত্যাহার ও সকল উপসচিব পদে কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করে প্রশাসনের সকল স্তরে মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে। এ দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামী বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- মধুপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাজ্জাদুর রহমান, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুজ্জামান, প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ