মনপুরায় অসহায় পরিবারের বসতঘর রক্ষায় মানববন্ধন

মনপুরা (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৩:৫৮ পিএম

ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের নতুন চলমান বেড়িবাঁধ পুরনো বাঁধ থেকে কিছুটা সরিয়ে করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রেসক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজউদ্দিন গ্রামের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ।

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন। এরপর এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এসময় বক্তব্য দেন, সাবেক হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মন্নান হাওলাদার, হাজীর হাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মিজানুর রহমান পলাশ, হাজীর হাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম মোল্লা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইজ্জামান বলেন, নতুন বেড়িবাঁধ সরিয়ে নির্মাণ করার ব্যাপারে সাধারণ মানুষের মানববন্ধন ও বিক্ষোভের কথা শুনেছি এবং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেয়েছি। আশা করি চিহ্নিত এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে।

ইএইচ