জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।
এ সময় উপস্থিত ছিলেন- হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. আনোয়ারুল ইসলাম, ডা. জাকির হোসেন, ডা. কাওসার হামিদসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা, জনপ্রশাসন সংস্কারের নামে প্রস্তাবিত স্বাস্থ্য সার্ভিসকে বিলুপ্তির হঠকারী সিদ্ধান্ত রুখে দেওয়ার আহ্বান জানান।
ইএইচ