জাহাজে ৭ খুন

বরিশালে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘট

বরিশাল ব্যুরো: প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ১১:৫১ এএম

চাঁদপুরে জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে।

ফেডারেশনের বরিশালের নেতা একিন আলী মাস্টার জানান, চাঁদপুরে মেঘনা নদীতে হরিনা ঘাটের কাছে মাঝেরচর এলাকায় এম. ভি. আল-বাখেরা জাহাজে সন্ত্রাসী কায়দায় নির্মম হত্যাকাণ্ডে মাস্টারসহ সাতজন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারি ভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সকল নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

এ জন্য রাত ১২টা ১ মিনিট থেকে মালবাহী, তৈল-গ্যাসবাহী, বালুবাহীসহ সকল প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করি আমরা।

আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তা সফল করতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সকল বেসিক ইউনিয়ন ও শাখাগুলোর নেতারা সকল নৌযান শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

বিআরইউ