মধুপুরে ‘অবৈধভাবে’ মাটি কাটার অপরাধে ৬ জনের জেল-জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৩১ পিএম

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন অরনখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় ৮একর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬টি ট্রাক ও ১টি এক্সক্যাভেটর( বেকূ)  সমেত সহ ৬জনকে আটক করা হয়।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, মধুপুর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ অভিযানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে  সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশের একটি বিশেষ টিম। 

জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

বিআরইউ