সন্দ্বীপের ১৬নং সারিকাইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সারিকাইত কাজী পাড়া তেমাথায় ফাউন্ডেশন কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আব্দুল মান্নান ও মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক প্রভাষক কাজী মাহবুবুর রহমান।
পরীক্ষায় সন্দ্বীপের ৫৪টি প্রাথমিক বিদ্যালয় ১টি নিম্নমাধ্যমিক ও ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৮ম শ্রেণির মোট ৯৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষার আবেদন করে এবং ৯০৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
এর মধ্যে ১৮৪ জন পরীক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করে। গত ২৭ নভেম্বর সাউথ সন্দ্বীপ কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ৪র্থ শ্রেণীর ১৪ জন ট্যালেন্টপুল ৫৭ জন সাধারণ গ্রেড, ৫ম শ্রেণীর ১০ জন ট্যালেন্টপুল ৫৬ জন সাধারণ গ্রেড, ৬ষ্ঠ শ্রেণির ৩ জন ট্যালেন্টপুল, ২৬ জন সাধারণ গ্রেড, ৮ম শ্রেণির ৩ জন ট্যালেন্টপুল, ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
ফলাফল প্রকাশ পূর্ববতী পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সহকারী সচিব শোয়াইবের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন- সন্দ্বীপ উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক কৃষি ব্যাংক প্রিন্সিপাল অফিসার আক্তারুজ্জামান সুজন, প্রধান শিক্ষক ইউছুপ আলী মামুন, ইবনুর শারমান ইরান, মাস্টার জাকাইতুল্ল্যাহ, তরুণ সমাজকর্মী মাসুদ রানা, নাইমুর রহমান সোহাগ।
উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন প্রমুখ।
ইএইচ