সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে তাহিরপুরে বিক্ষোভ

তাহিরপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৬:০৯ পিএম

টঙ্গী ইজতেমা মাঠে গত ১৮ ডিসেম্বর গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় আহত ও নিহতের ঘটনায় জড়িতদের বিচার এবং সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার শ্রীপুর বাজারে উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের পূর্বপাশে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- মাওলানা আমিন উদ্দিন, মাওলানা ফখর উদ্দিন, হাফেজ মাওলানা বদরুল আলম, মাওলানা তামিম আহমেদ, মাওলানা হাবিবুর রাহমান, মাওলানা মহিতুল ইসলাম, মাওলানা কাবির আহমেদ-সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা, টঙ্গি ইজতেমার মাঠে গভীর রাতে তাবলিগের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান। সেই সাথে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার এবং সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান তারা।

ইএইচ