কিশোরগঞ্জের ভৈরবে আবাসিক, অনাবাসিক বিদ্যুৎ সংযোগে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানিয়ে সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছেন।
শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পৌর পার্কের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এতে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে বিভিন্ন ব্যবসায়ী ও মালিক সমিতি সংগঠনসহ সর্বস্তরের প্রায় কয়েকহাজার নারী পুরুষ ও স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন, ভৈরব চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ বিএনপির সিনিয়র নেতা জিল্লুর রহমান, ফুটওয়ার ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান জিসান, কয়েল মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, ছবিঘর শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেম্বার অব কমার্সের পরিচালক আরাফাত ভুঁইয়া।
সমাবেশ শেষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ঢাকা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ইএইচ