বিজয়ের মাস উপলক্ষ্যে বান্দরবানের রুমায় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার সকালে (১৬ ইস্ট বেঙ্গল) রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের বাশিরাম পাড়ায় সাউন্ড স্পিকার, স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
দি ম্যাজেস্টিক টাইগার্স অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি উপস্থিতিতে পাড়ায় সকলের সাথে কুশলাদি বিনিময় শেষে সহায়তা সামগ্রী বিতরণ করেন।
এ সময় সেনা সাব জোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র ও অনুদান পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন, সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগিতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করবো। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
পাড়া পরিদর্শনকালে অধিনায়ক ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।
ইএইচ