কুষ্টিয়ার বিত্তিপাড়া কুঠি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৫-২৬ আইনগত জটিলতার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পর বাজার এলাকায় উত্তেজনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ভোটের কার্যক্রম পরিচালনা হবার পর প্রশাসনের ১৪৪ ধারা জারি হওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বাজার এলাকায় ভোর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা, এবং অস্ত্রশস্ত্র বহনসহ সব ধরনের প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ওলিউর রহমান আমার সংবাদকে বলেন, নির্বাচন স্থগিত হওয়া একটি দুঃখজনক ঘটনা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসনের এই সিদ্ধান্তকে আমি সম্মান করি।
উজান গ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আক্কাস আলী বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত যথাযথ। আমাদের উচিত আইনশৃঙ্খলা বজায় রেখে এই সিদ্ধান্ত মেনে চলা।’
বিত্তিপাড়া কুঠি বাজার ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার হাজী আকমল হোসেন বলেন, ‘নির্বাচনের নতুন তারিখ আইনগত জটিলতা সমাধানের পর ঘোষণা করা হবে। আমরা সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নির্বাচন না করে নিজেরাই মন গড়া কমিটি করে বাজার পরিচালনা করে আসছিল। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করার জন্য নির্বাচনি তফশিল ঘোষণা করেছি। কিন্তু একটি চক্র মিথ্যা তথ্য দিয়ে জেলা প্রশাসকের নিকট ভোট বন্ধের আবেদন করেছে। যার ফলে জেলা প্রশাসন আমাকে ডেকে নিয়ে ভোট বন্ধের কথা জানায়। আমি জেলা প্রশাসককে জানিয়েছি ভোট বন্ধ করতে হলে আমাদেরকে লিখিত দিতে হবে তা না হলে ভোট বন্ধ করা হবে না। ২৭ তারিখ রাতে সেনাবাহিনী আমাকে ডেকে নিয়ে গেলে তিনিও ভোট বন্ধের কথা বলেন, আমি সেখানেও বলেছি আপনারা আমাকে লিখিত আদেশ দিলে ভোট বন্ধ করা সম্ভব। তারাও লিখিত কোন আদেশ দেননি।
শনিবার সকাল থেকে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ১৩টি সিসি ক্যামেরা সংযোগ দিয়ে ভোটের সকল কার্যক্রম শেষ করা হলে হঠাৎ শুক্রবার রাত ১২টার দিকে হ্যান্ডমাইকে ঘোষণা করা হয় বিত্তিপাড়া বাজার ও আশপাশের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যে কারণেই আমরা ভোট নিতে পারি নাই।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনার নিজেই ভোট স্থগিত করার কথা বলায় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১৪৪ ধারা জারি করেছি।
উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল জানিয়েছেন, ‘বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে বিভাজন ও কিছু আইনগত জটিলতা দেখা দিয়েছে। এর ফলে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নির্বাচন স্থগিতের পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
বাজার এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে।
ইএইচ