দৌলতপুরে উপজেলা বিএনপির কর্মীসভা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৩:২১ পিএম

কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশা মানুষে জনসমুদ্রে পরিণত হয়।

সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মীসভায় সর্বশেষে দৌলতপুর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

ইএইচ