মেলান্দহে নিখোঁজের পাঁচদিন পর কিশোরের লাশ উদ্ধার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৫:২৫ পিএম

জামালপুরের মেলান্দহে নিখোঁজের পাঁচদিন পর যমুনার শাখা নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দী এলাকার যমুনার শাখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম মো.শাওন (১৪), তিনি ওই এলাকার মোস্তফার ছেলে।

আটকরা হলেন- উপজেলার আজিজপুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে মো. বিদ্যুৎ (২৮), মাদারগঞ্জ উপজেলার ধলির বন্দ এলাকার আলিমুদ্দিন প্রমাণিকের ছেলে মো. ইসমাইল (২১) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সুমন ইসলাম আকন্দ (২০)।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ