সন্দ্বীপে নারীমুক্তি ও সম-নাগরিকত্ব বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৭:১৭ পিএম

নারীমুক্তির জন্য সহায়ক পরিবেশ এগিয়ে নিতে সম-নাগরিকত্ব বিষয়ে কমিউনিটি ফোরাম সদস্যদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ এনাম নাহার মোড়ে কার্যালয়ের সংস্থার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টশনে মূল প্রবন্ধ উপস্থাপন ও ট্রেনিং প্রদান করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আক্তার।

এতে সভাপতিত্ব করেন কমিউনিটি ফোরামের সভাপতি মাস্টার আবুল কাশেম শিল্পী।

কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার আতাউল হাকিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- বাংলাদেশ নারী প্রগতি সংঘের সন্দ্বীপ অঞ্চলের প্রধান শামসুদ্দিন, সহ-প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস, নাট্যকার কামাল উদ্দিন তালুকদার, শিক্ষক সাংবাদিক সাইফুল ইসলাম ইনসাফ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার  সভাপতি ইলিয়াছ সুমন, নারী প্রগতি সংঘের প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, হারামিয়া ইউপি সদস্য জয়নাল আবেদীন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য  পারুল বেগম, সাবেক ইউপি সদস্য লিটন মেম্বার,  মাস্টার মানিক মজুমদার, নারী নেত্রী সুনীতি রানী দাশ, নীলা রাণী, কাজল রায় প্রমুখ।

ওরিয়েন্টশনে জানানো হয়, বিএনপিএসের লক্ষ্য উদ্দেশ্য বৈষম্যমুক্ত সমাজ ও সম-নাগরিকত্ব, জেন্ডারভিত্তিক সহিংসতা এবং গৃহস্থালি অবৈতনিক পরিচর্যা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, লাগবে পুরুষের অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সেবা প্রতিষ্ঠানে নারীর প্রবেশাধিকার, নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করা ইত্যাদি।

ইএইচ