‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মিরপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মেহেদী হাসান মুকুলকে সভাপতি ও আব্দুল আলিম রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আগামী ২ বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী পরিষদ কমিটির নাম ঘোষণা করা হয়।
কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা জামাতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার, কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম মুহসিন আলী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, মিরপুর উপজেলা জামাতের আমির খন্দকার মাওলানা রেজাউল করিম।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিরপুর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আলিম রানার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, হাসান রুহানী, মমতাজ আলী, উপজেলা নেতা আক্তারুজ্জামান, জাকির হোসেন, মাসুদুর রহমান, শাহিনুর রহমান, শহিদুল ইসলাম, আশানুর রহমান, মিরপুর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, পৌর জামাতের আমির চাঁদ মল্লিক, সেক্রেটারি খাইরুল ইসলাম প্রমুখ।
ইএইচ