গাজীপুরের কালিয়াকৈরে ইসলামিয়া মদিনাতুল উলুম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মধ্যরাতে উপজেলার পূর্ব চান্দরা মাদরাসা সংলগ্ন খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন।
তিনি বলেন, ‘চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে পাঠানো উচিত নয়। সমাজে নৈতিকতা ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মজিবুর রহমান, সাবেক পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।
মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম তাফসীরুল কুরআনের বয়ান উপস্থাপন করেন।
ইএইচ