‘প্রকাশ্যে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা’

মোরেলগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০১:১৪ পিএম

প্রকাশ্যে ধূমপান বন্ধ করাসহ ক্ষতিকর তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রকাশ্যে ধূমপানকারীকে প্রচলিত আইন অনুযায়ী ৩০০ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়।

তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় রোববার বেলা ১২টার দিকে উপজেলা টাস্কফোর্স কমিটি এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

বিষয় ভিত্তিক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম।

কর্মকর্তারা বলেন, ধূমপান নিয়ন্ত্রণসহ ক্ষতিকর তামাজাতদ্রব্য নিয়ন্ত্রণের জন্য জনগুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন স্থাপন মাইকিং ও মোবাইল কোর্টের মাধ্যমে প্রচলিত আইনের প্রয়োগ করা হবে।

ইএইচ