নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কৃষকের মাঠ দিবস পালিত হয়েছে।
রোববার উপজেলা কৃষি অফিসের আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলার চরকিং চরকৈলাশ গ্রামে এই দিবস পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ।
এ সময় সভাপতিত্ব করেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল।
উপস্থিত ছিলেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, হাতিয়া প্রেসক্লাবের আহ্বায়ক জিএম ইব্রাহিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রহমত উল্যা, কৃষক মো. শরিফ মিয়া, কৃষক মো. খানসাব, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে।
ইএইচ