কুড়িগ্রামে শীতকালীন সবজিতে বাজার সয়লাব

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৭:৫৫ পিএম

কুড়িগ্রামে শীতকালীন সবজিতে বাজার সয়লাব হয়েছে। বাজারে সবজির আমদানি বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। চল্লিশ টাকার সবজি ক্রয় করলে বাজার ব্যাগভর্তি হয়।  

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, শীতকালীন সবজি পুরাপুরি নামায় গত এক সপ্তাহের চেয়ে আজ অনেক কমদামে বিক্রি হচ্ছে। ফলে সাধারণ ভোক্তারা কিছুটা হাফ ছেড়ে স্বস্তির নিস্বাস ফেলছে। সেই সাথে বাজারগুলোতে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, করলা, শিম, বেগুন, লাউ, নতুন পাতা পেঁয়াজ বাজার ভরে যাওয়ায় প্রায় অর্ধেক দাম কমেছে। এই জেলার সবজি পাইকার কিনে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

কুড়িগ্রাম পৌর জিয়া বাজারের পাইকারি ব্যবসায়ী মো. রফিক বলেন, গত কয়েকদিন ধরে আলুসহ সব সবজির দাম কমতে শুরু করেছে।

একই বাজারের ব্যবসায়ী বাবুল হোসেন জানান, বর্তমান শীতের সবজিতে বাজার ভরে গেছে।সবধরণের সবজি বাজারে আসতে শুরু করায় দাম অনেকটা কমেছে। উৎপাদন ও সরবরাহ বাড়ায় খুচরা মূল্যে সিম ২০টাকা, মূলা ১০টাকা, বেগুন ১০ টাকা, নতুন আলু ৫০টাকা, ফুলকপি ১০টাকা, পাতা কপি ১০টাকা, লাউ প্রতি পিচ ৩০টাকা, কাঁচামরিচ ৩০-৩৫টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পৌর বাজারে সবজি কিনতে আসা মজিদুল ইসলাম বলেন,এখন শীতকাল সবজির মৌসুম তাই চল্লিশ টাকার সবজি কিনলে বাজার ব্যাগ ভর্তি হয়।আমরা নিম্ন আয়ের মানুষরা কিছুটা স্বস্তি পেয়েছি।

এদিকে জেলা প্রশাসন বাজারদর সহনশীল রাখতে মনিটরিং করেছে। যেকোনও অজুহাতে যাতে কেউ যে কোন পণ্যের দর ঊর্ধ্বমুখী না নেয় সেজন্য জেলা প্রশাসন তৎপর রয়েছে।

ইএইচ