পূবাইলে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮৭তম উপশাখা উদ্বোধন

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৯:৪২ পিএম

গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজারে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮৭তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে ঐতিহ্যবাহী মিরের বাজার করম আলী মার্কেটের ২য় তলায় জমকালো আয়োজনে ফিতা কেটে এ উপশাখার উদ্বোধন ঘোষণা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোনাল অফিসের (ইভিপি) মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোতাহার উদ্দিন আহমেদ (ভিপি) ম্যানেজার টঙ্গী শাখা।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরের বাজার উপশাখার প্রধান মো. জালাল উদ্দিন ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ সাবেক কাউন্সিলর ৪২নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা সাবেক কাউন্সিলর ৪১নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, বিল্লাল হোসেন সভাপতি মিরের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি, দেলোয়ার হোসেন সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি, আরিফ হোসেন ভুঁইয়া সাংগঠনিক সম্পাদক পূবাইল থানা বিএনপি, আবুল হোসেন সদস্য সচিব পূবাইল থানা যুবদল।

ইএইচ