মাগুরা জেলাতে ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার ১০২সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটিতে ইঞ্জিনিয়ার সেলিম আহ্বায়ক এবং হুসাইনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেল নতুন এ কমিটি ঘোষণা করেন। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্যাডে আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে মাগুরা জেলা কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করেছেন।তারই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে মাগুরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ও ও অন্যান্য ফেসবুক আইডিতে মাগুরা জেলা কমিটি প্রকাশ করা হয়।
মাগুরা জেলায় ইঞ্জিনিয়ার সেলিম আহ্বায়ক মাগুরা সদর, যুগ্ম আহ্বায়ক মো. আল জিহাদ, হাসিবুর রহমান, মো. সেলিম রেজা,ওয়াসিম হাসান অপূর্ব, নুসরাত জাহান, মিনহাদুজ্জামান মিনহাজ, দৃষ্টি খাতুন,মুজাহিদুল ইসলাম, হামিদ হোসাইন, মো. সানজারি ইসলাম, সদস্য সচিব, মো. হুসাইন, যুগ্ম সদস্য সচিব, ওয়াশিক করিম দিহান, রাতুল শেখ, বায়জিদ খাঁন, প্রাপ্তি, সুবর্না ইসলাম, পিঞ্জিরা, মেজবা উদ্দিন।মোসা. নিশিতা খাতুন, সানজিদ আহমেদ হৃদ, নাহিয়ান খান নিহাজ, হাসিবুর রহমান সোহান।
মুখ্য সংগঠক সংগঠক রাকিবুল ইসলাম, তাওহীদুলইসলাম, মহাম্মাদপুর, তৌহিদুজ্জামান নাইম মাগুরা সদর, মারিয়া খাতুন, মহাম্মাদপুর, সাকিব রায়হান মহাম্মাদপুর, জান্নাতুল ফেরদাউস তনয়া মাগুরা সদর,রাফিন রিয়া শ্রীপুর, সোহান আহমেদ, শ্রীপুর, সৌম মজুমদার, শালিখা নাসিমুজজামান, শালিখা, কাজী তানভীর হাসান জিতু, মাগুরা সদর, মুখপাত্র সাদিয়া সুলতানা মাগুরা সদর, সদস্য মো. মারুফ বিশ্বাস, জাকিয়া সুলতানা মাগুরা সদর, তৃবা খাতুন অহনা, মাগুরা সদর, সুমাইয়া ইসলাম মাগুরা সদর, মো. মাহীন বিশ্বাস মাগুরা সদর,রিয়াজ খান তাজ মাগুরা সদর,আকাশ ইসলাম জয় মাগুরা সদর,মিশর হুসাইন মাগুরা সদর, মো. নাজমুল ইসলাম মাগুরা সদর,নিশাত আহমেদ মাগুরা সদর, ফারহান ইসলাম শাকিল মাগুরা সদর। আরিয়ান খান মাগুরা সদর,
মো. সাজিদ হাসান শালিখা, নিলয় খান মাগুরা সদর, খালিদ বিন কামাল মাগুরা সদর, মো. নাহিদ ইসলাম রানা মহাম্মাদপুর, তারেক রহমান মাগুরা সদর, মো. অন্তর শেখ মাগুরা সদর, নয়ন শিকদার শালিখা,কাদের মোল্লা, আল-আমিন, তারিকুল ইসলাম, তিথী জামান মাগুরা সদর, মো.সাজজাদ হোসেন শ্রীপুর, নূর আলম মাগুরা সদর, জাকিয়া সুলতানা মাগুরা সদর, মো. খালেদ হাসান মহাম্মাদপুর,রাব্বি মিয়া শ্রীপুর,মাহফুজা শ্রীপুর,সৌরভ মাগুরা সদর, মো. সাগর শেখ মাগুরা সদর, হাবিবা আফরিন তন্নি মাগুরা সদর, মাহিবুল্লাহ হেলালি মাগুরা সদর, মো. আব্দুল্লাহ মাগুরা সদর, মিশন মাগুরা সদর, আশরাফুল মাগুরা সদর,আতিফ আহমেদ মাগুরা সদর, নাসিম মাগুরা সদর। মো. ইসমাইল মাগুরা সদর, মাহির আদনান রিফাত মাগুরা সদর, রাহুল দে প্রারমানিক মাগুরা সদর, সিফাত ইসলাম মহাম্মাদপুর,সাহেদ উদ্দিন মহাম্মাদপুর, নাহিদুল ইসলাম মহাম্মাদপুর, নাহিদ ইসলাম রানা মাগুরা সদর, মো: আকাশ ইসলাম জয় শালিখা, মুজাহিদ রহমান মাগুরা সদর, রিয়াজুল ইসলাম শালিখা, মুশফিকুর রহমান হোসাইন শালিখা,
সিফাত শালিখা, সৌরভ হোসেন শালিখা, আশিকুর রহমান শালিখা, তামিম হোসেন শালিখ, মো: শিপন খান শ্রীপুর, এনামুল ইসলাম শ্রীপুর, মো: আব্দুল্লাহ শ্রীপুর, রাকিবুল ইসলাম শ্রীপুর, আরমান শ্রীপুর, মো: তৌশিক ইসলাম আপন শ্রীপুর, মো. মুন্না মাগুরা সদর, মো: রায়াহন হোসেন মাগুরা সদর, শাহাবউদ্দিন মাগুরা সদর, মো. জুয়েল ভূইয়া মাগুরা সদর, ইব্রাহিম শালিখা, ইয়াসির মাগুরা সদর, মুস্তাকিম বিল্লাহ,সায়মা অনন্যা।
নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম বলেন, ‘সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ জেলাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই আমরা।
তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা তা রক্ষা করার চেষ্টা করব। শুধু এ জেলা নয় আমরা চেষ্টা করব সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন যাতে সাধারণ জনগণের সর্বাধিক গ্রহণযোগ্য সংগঠনে পরিণত হতে পারে।’
বিআরইউ