পত্নীতলা প্রেসক্লাবেরে নেতৃত্বে ইখতিয়ার-রবিউল

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০২:৫৪ পিএম

নওগাঁর পত্নীতলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় নজিপুর বাসস্ট্যান্ডে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটিতে দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি ইখতিয়ার উদ্দীন আজাদ সভাপতি এবং বিজয় টিভি ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধিকে সাধারণ সম্পাদক করে মোট ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আলমগীর কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ্, কোষাধ্যক্ষ ইউনুছার রহমান, আইন সম্পাদক আব্দুর গফুর, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম শাওন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহম্মদ শাহ কবির, সাহিত্য বিষয়ক সম্পাদক গুলজার রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রাফিয়া সুলতানা, কার্যকরী সদস্য সাহিদ হাসান, মাসুদ আলী, রবিউল আলম, রুহুল আমিন, নূর আলম।

ইএইচ