টেকনাফ সীমান্ত পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৪:১৫ পিএম

সীমান্তের মাদক নির্মূল, দালালচক্র দমন করতে সকলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে মিয়ানমারের আরকান আর্মি মংডু দখলের পর সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরে দমদমিয়া বিএডব্লিউটিএ ঘাট এলাকায় তিনি প্রেস বিফ্রিং করেন।

এ সময় তিনি বলেন- মাদক শুধু টেকনাফের সমস্য নয়, এটা পুরো দেশের সমস্যা। মসজিদে জুম্মার খুতবায় যেন মাদকের কুফল সম্পর্কে অবহিত করে এবং মিয়ানমারে সৃষ্ট সমস্যার কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ আছে। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলেও মাছ ধরা আবার শুরু হবে।

তিনি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে টেকনাফ ব্যাটালিয়নে হেলিকপ্টারযোগে এসে টেকনাফ ব্যাটালিয়ন, দমদমিয়া বিওপি ও নাফ নদীতে বিজিবির ডিউটির কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন- বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক, স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব।

ইএইচ