বামনায় উপজেলা প্রশাসনের মতবিনিময়

বামনা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৬:০৭ পিএম

বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরার সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি মো. মাইনুল ইসলাম খান, নৌবাহিনীর বামনা কন্টিজেন্টের কর্মকর্তা লে. ফাহিম ফয়সাল, বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার, জামায়াতে ইসলামীর বামনা উপজেলার আমির হাফেজ মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, বামনা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, বামনা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সরদার, উপজেলা বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক, উপজেলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সুজনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসমাপ্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন, সরকারি অফিস সমূহে সেবারমান উন্নীতকরণ, মাদক নির্মূলসহ সকলের যৌথ প্রচেস্টায় বামনা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ হন।

ইএইচ