একটা বৈষম্যহীন সমাজ-রাষ্ট্র উপহার দিতে চাই: ধর্ম উপদেষ্টা

বরিশাল ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:৪৩ পিএম

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র উপহার দিতে চাই। আগামী দিনে যারা আসবে তাদের জন্য পদ শুভ করতে চাই। 

ধর্ম উপদেষ্টা আরো বলেন, সংস্কার শেষ হলে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন ঐক্য, আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ থাকা।বাংলাদেশে সকল ধর্মের মানুষের স্ব-স্ব ধর্ম পালনের অধিকার রয়েছে। যারা এ অধিকার ক্ষুণ্ন করতে চায় তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের।’ আমার মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত করা জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। ইসলামী ফাউন্ডেশন ছিল দুর্নীতির আখড়া, আমরা তা ঢেলে সাজিয়েছি।

তিনি বলেন, সরকারি খরচে আমরা কাউকে কোন অতিথিকে বিনা পয়সায় হজ্ব করাবো না। একমাত্র হজ্ব ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত তারাই হজ্বে যাবেন। কোন এজেন্সি যদি কোন হাজির সাথে প্রতারণা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আমরা হজ্ব ব্যবস্থাপনাকে সুন্দর করতে চাচ্ছি। একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ যথাযথ ভূমিকা পালন করেন, তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। ইমামদের দুটি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া মসজিদের জন্যও নীতিমালা করা হচ্ছে।’ ইমামদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পরিকল্পনা করার কাজ চলমান রয়েছে। 

সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত ইমাম প্রশিক্ষণ একাডেমি কেন্দ্র প্রশিক্ষণ রত ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন গভর্নর বোর্ডের অব গভর্নরস ও চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডের অব গভর্নরস ও পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ। এসময় জেলার দুই শতাধিকের বেশি মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিআরইউ