ময়মনসিংহের মাসকান্দার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূম’ আগামী ১৫ জানুয়ারি ৫০ বছরের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবে।
এ উপলক্ষ্যে মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীসহ সকল নিবন্ধিত সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
অর্ধশতাব্দীর এই গৌরবময় যাত্রার সাক্ষী হতে, পুনর্মিলনীর এই দিনটি মাদ্রাসা পরিবারের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটি তাদের জন্য আনন্দদায়ক হবে যারা এখানে পড়াশোনা করেছেন, শিখেছেন এবং মাদরাসার ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।
অনুষ্ঠানটি একটি ঐতিহাসিক মিলনমেলা হিসেবে অনুষ্ঠিত হবে, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পুরোনো দিনের স্মৃতিচারণ করবেন এবং হারানো বন্ধুত্ব ও মমতার বাঁধন আবার নতুন করে গড়ে তুলবেন।
১৫ জানুয়ারি বুধবার সকাল ৯ টায় শুরু হয়ে দিনব্যাপী চলবে। কোরআন তেলাওয়াত আলোচনা, স্মৃতিচারণ, হামদ নাত পাঠ ইসলামী সংগীত স্মারক উন্মোচন ইত্যাদি মুখোমুখি পরিবেশে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।
পুনর্মিলনী উপলক্ষ্যে আবনাউল মিফতাহ পরিষদের আহ্বায়ক মুফতি আতহারুল ইসলাম ও সদস্য সচিব মাওলানা আহমদ হোসাইন উসামা প্রস্তুতি সভা করে ৫০ বছর পদার্পণ উপলক্ষ্যে জয়ন্তীর সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান।
স্মারকগ্রন্থ আহ্বায়ক মাওলানা আবু রায়হান মো. শুয়াইব জানান, ইতোমধ্যে লেখা তথ্য সংগ্রহ করে ছাপার কাজ চলমান রয়েছে।
জামিয়ার শাইখুল হাদিস মুফতি আহমদ আলী বলেন, ঐতিহ্যবাহী জামিয়ার ৫০ বছরের পূর্তি আমাদের হৃদয়ের বন্ধনকে আরো গভীর করে তুলবে।
জামিয়ার অর্জনগুলো উদ্যাপন করা হবে এবং ভবিষ্যতের পথচলায় আরও অনুপ্রাণিত হয়ে সবাই মিলিত হবে।
জামিয়ার সুবর্ণজয়ন্তীতে নবীন প্রবীণ ছাত্র শিক্ষকসহ সংশ্লিষ্টদের মিলিত হওয়ার আহ্বান জানিয়েছেন, জামিয়ার মুহতামিম (প্রিন্সিপাল) মাওলানা দেলাওয়ার হোসাইন।
তিনি আরো জানান এ প্রতিষ্ঠান থেকে অধ্যয়ন করা শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। এছাড়াও দেশের সেবায় নিয়োজিত রয়েছে। সবার উপস্থিতিতে দিনটি এক আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হবে ।
বিআরইউ