হাঁটি হাঁটি পা পা করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক প্রেস ক্লাব ছয় বছর পেরিয়ে সাত বছরে পদার্পণ করলো। দিনভর অনুষ্ঠানের মধ্য দিয়ে কিচক প্রেস ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল এগারোটায় স্থানীয় ফুলতলী খেলার মাঠে টি টুয়েন্টি ক্রিকেট ফ্রেন্ডশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সভাপতি বনাম সাধারণ সম্পাদক একাদশ। সকাল এগারোটায় শুরু হয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি দুপুর দুইটায় শেষ হয়।আর সভাপতি একাদশ খেলায় জয়লাভ করে।
পরে দুপুর আড়াইটার দিকে কিচক প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
কিচক প্রেস ক্লাবের সভাপতি এমএ ওয়াদুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
কিচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান আলোচক এর বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব মমিনুর রশিদ শাইন,বরেণ্য অতিথির বক্তব্যে রাখেন বগুড়ার বিশিষ্ট সাংবাদিক,বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রতিনিধি প্রতিনিধি মহসিন আলী রাজ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি ও বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার,শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল রুবেল ও কামরুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিচক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান,সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি ইমরান হোসেন ফরহাদ,সাংগঠনিক সম্পাদক মহসিন আলী,ঠিকাদার ও ইউপি সদস্য মুহাম্মদ ফারুক হোসাইন এলাকার সহ সুধীজন।
ক্রিকেট খেলায় যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের একটি করে জায়নামাজ উপহার প্রদান করা হয়েছে। যারা রানার্স আপ হয়েছে তাদের জন্য ও একটি করে পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
পরে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বিআরইউ