সন্দ্বীপ পৌরসভার যানজট নিরসনের লক্ষ্যে অটোরিকশা মালিক ও চালকদের নিবন্ধন পরিচয়পত্র ও ড্রেস প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে থেকে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অং ছিং মারমা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা।
বক্তব্য দেন- উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, উপজেলা কমপ্লেক্স মার্চেট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বশার জিএস, উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাছিরুল কবির মনির তালুকদার, উপজেলা শিল্প কলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, পৌরসভা ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ কর্মকর্তা কর্মচারীরা।
প্রথম দিনে ৭০ জন অটোরিকশা মালিক ও চালকদের নিবন্ধন করা হয়।
ইএইচ