যশোরে আদ্-দ্বীন ফাউন্ডেশনের তাফসীরুল কুরআন মাহফিল শুরু

এম এ রহমান, যশোর প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৪:৫০ পিএম

যশোর সদরে আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

বিকfল ৩টা থেকে তাফসীরুল কুরআন মাহফিলের কার্যক্রম চলছে।

শহরতলীর পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ মাহফিলে দেশের প্রখ্যাত ৬ জন আলেমে দ্বীনসহ ইসলামিক স্কলাররা ওয়াজ করবেন।

এ উপলক্ষ্যে ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। নিরাপত্তার স্বার্থে মাহফিলে ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আজ প্রথম দিন ১ জানুয়ারি (বুধবার) আলোচনা করবেন শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

দ্বিতীয় দিন ২ জানুয়ারি (বৃহস্পতিবার) আলোচনা করবেন মুফতি আমির হামজা ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং শেষ দিন ৩ জানুয়ারি (শুক্রবার) আলোচনা করবেন ড. মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ।

প্রতিদিন ওয়াজ মহফিলে ইসলামী সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য ইসলামী কণ্ঠশিল্পীরা।

মাহফিলে নারীদের বসার জন্য আলাদা তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে।

পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়, পুলেরহাট বালিকা বিদ্যালয় ও আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকা। তাদের সুবিধার্থে এলইডির বোর্ড স্থাপন করা হয়েছে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক জানিয়েছেন, তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে ৮-১০ লাখ মানুষ সমাগম টার্গেটে এবং মাঠের কাজ শেষ হয়েছে। উপস্থিত মুসল্লিদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ, শৌচাগার ও ওযুখানা তৈরি করা হয়েছে। মাঠের মধ্যে ১৮-২০টি এলইডি স্কিনের মাধ্যমে লাইভ দেখানো হবে। মূল মাঠসহ আশপাশে ৪ মাঠে এই এলইডি স্কিন থাকবে।

তিনি আরও বলেন, মাহফিল মাঠে বাইরের কোনো দোকানপাট থাকবে না তবে শ্রোতাদের জন্য আদ্-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব খাবার দোকান থাকবে। এছাড়া মাহফিল মাঠে কেউ রাতযাপন করতে পারবেন না বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

ইএইচ