বাঞ্ছারামপুরে আল মাহদী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ১২:১১ এএম

অসহায় মানুষের শীত নিবারণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আল মাহদী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামে আল মাহদী ফাউন্ডেশন স্থানীয় যুবক ও প্রবাসীদের অর্থায়নে আলেম উলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

একদল তরুণ টগবগে প্রবাসী ও স্থানীয় যুবকের নেতৃত্বে ইসলামী সমন্বয়ে আলেম-ওলামাদের পরামর্শ আল মাহদী ফাউন্ডেশনটি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

মুসলিম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে ফাউন্ডেশনটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এরই ধারাবাহিকতায় উলুকান্দি গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনটি।  

তারা জানান, এই ফাউন্ডেশন থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

বক্তারা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনটির সার্বিক সাফল্য কামনা করে সেবামূলক কাজের প্রশংসা করেন।

বক্তারা বলেন, দুস্থ-অসহায় মানুষের কষ্ট ও তাদের সম্মানের কথা চিন্তা করে তাদের শীত বস্ত্র কার্যক্রম অব্যাহত থাকলে স্থানীয় দুস্থ ও অসহায়দের অসহায়ত্ব অচিরেই দূর হবে।

ইএইচ