ধর্মপাশায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০২:২৩ পিএম

 সুনামগঞ্জের ধর্মপাশায় " নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় ধর্মপাশা।

সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর এর নিদর্শনায় র‍্যালিটি উপজেলা সমাজসেবা অফিসের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বর গোড়ে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। 

র‍্যালিতে অংশগ্রহণ করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান,উপজেলা সমাজসেবা অফিসার মো. গিয়াসউদ্দিন, সমাজসেবা অফিসের স্টাফ জয়ন্তী রানী সরকার, সুলতান আহমদ  সহ বিভিন্ন ভাতা ভোগীরা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আরএস