ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাই গরুসহ চোর চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের শুক্কু মিয়ার ছেলে ইসমাইল মিয়া (২৪) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ওসমান প্রকাশ শুভ (২২)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, চোরাই গরুসহ দুই গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইএইচ