কুষ্টিয়ার মিরপুরে পৃথক বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডে ২টি পরিবারের পুরো ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুরের আব্দুল বাতেনের বাড়িতে ও একই সময়ে তালবাড়িয়া ইউনিয়নের মিন্টুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবারের সমস্ত সহায় সম্বল পুড়ে যাওয়ায় ২টি পরিবারেরই এখন খোলা আকাশের নিচে বাস করছে।
শর্ট সার্কিটের মাধ্যমে ২টি বাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রাথমিকভাবে তদন্তে উভয় বাড়িতে প্রায় ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচ