যশোরের চৌগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে তিন কিলোমিটার ওয়াকাথন (হাঁটা) ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে ওয়াকাথন (র্যালি নিয়ে হাঁটা) ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত হেঁটে যায়। সেখান থেকে ফিরে উপজেলা পরিষদ হলরুমে আড্ডায় মিলিত হন।
আড্ডায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
এ সময় সহকারী প্রোগ্রামার আশরাফুল হক, প্রেসক্লাব চৌগাছা সাধারণ সম্পাদক এম এ রহিম, সাংবাদিক আজিজুর রহমান, এম এ মান্নান, উপজেলা গ্রাম আদালতের কোঅর্ডিনেটর আশরাফুজ্জামান, ফিল্ড সুপারভাইজার জেসমিন আরা, ইউনিয়ন সমাজকর্মী সৈয়েদ মুকাররাম হোসেন, সাজ্জাদ হোসেন ও আম্বীয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইএইচ