কুষ্টিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে ভাইকে গুলি করে হত্যা চেষ্টা

নজরুল ইসলাম মুকুল (কুষ্টিয়া) প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০২:১৬ পিএম

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাউসার হোসেন (৪২) নামে এক ইটভাটা মালিককে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় কাউসারকে উদ্ধার করে স্থানীয় লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষীধাড়দিয়া মিজান মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কাউসার হোসেন ধুবইল ইউনিয়নের ১নং ওয়ার্ড কাজীপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে ও একই এলাকার মেসার্স এবিসি ব্রিকস ইটভাটা মালিক।

গুলিবিদ্ধ কাউসার হোসেন জানায়, রাত ৮টার দিকে ধুবইল ইউনিয়নের লক্ষীধাড়দিয়া মিজান মোড়ে একটি মুদিখানার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। এসময় মোটরসাইকেলে কয়েকজন আমাকে হত্যার উদ্দেশ্যে তিনটি গুলি ছোড়ে। এতে একটি গুলি বাম হাতে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে আমার ভাইয়ের ছেলে জিসান ও তার সহযোগী ইসরাইল, আরমান, টুটুল সহ কয়েকজনকে দেখতে পায়।

তিনি বলেন, আমার ভাইয়ের ছেলে জিসানের সাথে জমিজমা সংক্রান্ত নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এই নিয়ে থানায় ও ইউনিয়ন পরিষদে একাধিকবার মিটিংও হয়েছে। তবুও থানা ও ইউনিয়ন পরিষদের বিচার মানেন না জিসান। আজ হঠাৎ করেই মূলত জিসানই আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে পালিয়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে গেছি। গুলিটি আমার পেটের পাশ দিয়ে গিয়ে বাম হাতে লেগেছে। যারা আমাকে হত্যার চেষ্টা করলো তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জিসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া গেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী কারণে এগুলি ছোড়া হয়েছে তা এখনো জানা যায়নি। অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিআরইউ