নগদ টাকা-স্বর্ণালংকার লুট

রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৪:১২ পিএম

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামে শেখ গোলাম রেজা বাবলু নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকা ও ২টি ফোন লুটপাট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার সংলগ্ন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

রাজবাড়ী সরকারি কলেজের সহ-অধ্যাপক গোলাম রাসেল অপু বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে বাড়ির দরজা ভেঙে ১৫-২০ জনের অস্ত্রধারী ডাকাতদল ঘরের মধ্যে প্রবেশ করে। বাবা-মা ও প্রবাসী ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে। ডাকাতরা ৩২ ভরি স্বর্ণালংকার, ব্যবসায়ের নগদ ৪ লাখ টাকা, ২টি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী মোল্যা বলেন, বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চুর ভাই ব্যবসায়ী বাবলুর বাড়িতে ডাকাতি হয়েছে। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এসেছে। হঠাৎ করেই এ ধরনের ডাকাতি এলাকার মানুষকে ভাবিয়ে তুলেছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ