মাদারীপুরে মৎস্যজীবী দলের উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৪:৫৭ পিএম

মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে চার শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের চরমুগরিয়া বিএনপি কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

মাদারীপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. সায়েম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দর আলী জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু ও জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শাখার সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লিটু বেপারী, বিএনপি ৮ নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি বাপ্পি হাওলাদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বাসার বেপারী, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল হাওলাদার, সদর থানা মৎস্যজীবী দলের সভাপতি নুরুজ্জামান মোল্লা, পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক নুর আলম মল্লিক, বিএনপির ৯ নং ওয়ার্ডের সভাপতি নুরুল আমিন হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

ইএইচ