যশোরে মাহফিলের শেষদিন আজ

বয়ান করবেন আজহারী-আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৫:১৫ পিএম

আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যশোর শহরের পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে চলমান এ মাহফিলে শুক্রবার (৩ জানুয়ারি) ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

এশার নামাজের পর তিনি ওয়াজ শুরু করবেন। তার আগে ওয়াজ করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বিশিষ্ট এই দুই ইসলামিক স্কলারের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে যশোর শহর ও শহরতলিতে উৎসবের আমেজ বিরাজ করবে। পুলেরহাটে আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ ফটক দিয়ে প্রবেশ করতেই সেই উৎসবের আঁচ পাওয়া যায়। মাহফিলে চার দিনব্যাপী ইসলামি বইমেলা ও প্রদর্শনী করা হচ্ছে। মেলায় ২২টি স্টল রয়েছে। শিশুদের জন্য রয়েছে ‘কিডস জোন’।

এদিকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মাহফিল নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শুক্রবার) থাকবো যশোরের পুলেরহাটে, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

এর আগে বুধবার (১ জানুয়ারি) থেকে তিন দিনব্যাপী এই মাহফিল শুরু হয়। প্রথম দিন ওয়াজ করেন মাওলানা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) ওয়াজ করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা।

আয়োজক কমিটির সদস্য আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন, তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারী বয়ান করবেন। তার আগমন উপলক্ষে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাহফিলে ৭-১০ লাখ মানুষের সমাগম ঘটবে। তবে নিরাপত্তার স্বার্থে কেউ রাতযাপন করতে পারবেন না।

আয়োজকরা জানান, আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। যার দৈর্ঘ্য ৮৫০ ফুট আর প্রস্থ ৬৫০ ফুট। মাহফিলের ময়দানে প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে মাইক এলইডি স্ক্রিন ও দুই লাখ লাইটের ব্যবস্থা।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ কর্মকর্তা জাহেদ হোসাইন বলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করেনি, এখানে ইসলামি কৃষ্টি-কালচার তুলে ধরা হচ্ছে। দেশের প্রখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে বইমেলার স্টলে। গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু, সিয়ানসহ ২২টি প্রকাশনী এখানে স্টল নিয়েছে। পড়াশোনার অভ্যাসের জন্য এই বইমেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে শুধু ওয়াজ মাহফিল নয়, হজেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য ‘কিডস জোন’ রয়েছে।

আরএস