কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৬:০২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মিন্টু হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ শত ৭০ পিস ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে দিকে তাকে আটক করা হয়। আটক মিন্টু হোসেন চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার ঘোষনগর এলাকার শুকুর আলি মণ্ডলের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীগঞ্জ টু কোটচাঁদপুর রোডের লাউতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় মিন্টু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল ও পেসারকুকারের বক্স তল্লাশি করে ১৭০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৩৩ শত ৫০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। 

মাদক অভিযানে সহায়তা করেন, কালীগঞ্জ থানার এসআই শামীম আক্তার, এ এস আই সোহাগসহ পুলিশ সদস্যরা। নাটক মাদক কারবারির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বিআরইউ